Welcome

১৯৫২ সালে প্রতিষ্ঠিত রাজবাড়ী জেলার প্রথম সমাজসেবী সংগঠন "পাটুরিয়া যুব মিলন সংঘে" আপনাকে স্বাগতম।

Notice Board

সাম্প্রতিক খবর

নোটিশ বোর্ড

শোক সংবাদ নোটিশ নাম্বার বিষয়বস্তু দেখুন ডাউনলোড আপলোডের তারিখ
পাটুরিয়া যুব মিলন সংঘের সম্মানিত সভাপতি মহোদয়ের শ্রদ্ধেয় পিতা বাবু যুগল চন্দ্র দাস আজ (১৮/০১/২০২১ ইং) দুপুরে বার্ধক্যজনিত কারণে ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় ইহ-জগতের মায়া-মমতা ত্যাগ করে পরলোক গমন করেছেন।ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতুঃ।পাটুরিয়া যুব মিলন সংঘের পক্ষ থেকে আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
✤ নোটিশ-০৫ শিক্ষা বৃত্তি-২০২৩ এর আবেদন ফর্ম দেখুন ডাউনলোড ১৬ সেপ্টেম্বর, ২০২৩
নোটিশ-০৪ সাধারণ সভার রেজুলেশন, ২০২১ দেখুন ডাউনলোড ১৮ মে, ২০২১
✤ নোটিশ-০৩ ২০২০-২০২১ সাল পর্যন্ত নতুন কমিটি গঠন দেখুন ডাউনলোড ৩০ অক্টোবর, ২০২০
✤ নোটিশ-০২ শিক্ষাবৃত্তি-২০২০ শীর্ষক আলোচনা সভা আহবান দেখুন ডাউনলোড ১০ অক্টোবর, ২০২০
✤ নোটিশ-০১ ২০১৮-২০২০ সাল পর্যন্ত নতুন কমিটি গঠন দেখুন ডাউনলোড ২০ ডিসেম্বর, ২০২০

৫ অক্টো, ২০১৫

চক্ষু চিকিৎসক প্রয়োজন প্রসঙ্গে


প্রতি বছরের ন্যায় এবারও পাটুরিয়া যুব মিলন সংঘ শারদীয় দূর্গোৎসবের দশমী তিথির  দিনে পাটুরিয়া যুব মিলন সংঘের কার্যালয় প্রা্ঙ্গনে দরিদ্র ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে  স্বাস্থ্য সেবার আয়োজন করতে যাচ্ছে। ইতোমধ্যে কয়েকজন চিকিৎসক পূজার ছুটি  উপেক্ষা করে উক্ত সেবা কার্যক্রমে উপস্তিত থাকবে বলে আমাদের কথা দিয়েছে। এখন  একজন চক্ষু চিকিৎসকের (ophthalmologist) বিশেষ দরকার । একজন চক্ষু  চিকিৎসক যে কিনা ওই সেবা কার্যক্রমে সেবা দিতে ইচ্ছুক তার খোঁজ কেউ দিতে পারলে  প্লিজ কমেন্ট বক্সে লিখে আমাদের জানান। আমরাই তার সাথে যোগাযোগ করে নিব।গত  বছর থেকে স্বাস্থ্য সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও প্রদান করে আসছি। ওষুধের ব্যবস্থা করতে পারে এমন কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকলে প্লিজ কমেন্ট করুন।

পীযুষ রায় (সাংগঠনিক সম্পাদক)