Welcome

১৯৫২ সালে প্রতিষ্ঠিত রাজবাড়ী জেলার প্রথম সমাজসেবী সংগঠন "পাটুরিয়া যুব মিলন সংঘে" আপনাকে স্বাগতম।

Notice Board

সাম্প্রতিক খবর

নোটিশ বোর্ড

শোক সংবাদ নোটিশ নাম্বার বিষয়বস্তু দেখুন ডাউনলোড আপলোডের তারিখ
পাটুরিয়া যুব মিলন সংঘের সম্মানিত সভাপতি মহোদয়ের শ্রদ্ধেয় পিতা বাবু যুগল চন্দ্র দাস আজ (১৮/০১/২০২১ ইং) দুপুরে বার্ধক্যজনিত কারণে ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় ইহ-জগতের মায়া-মমতা ত্যাগ করে পরলোক গমন করেছেন।ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতুঃ।পাটুরিয়া যুব মিলন সংঘের পক্ষ থেকে আমরা তাঁর আত্মার শান্তি কামনা করছি এবং সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
✤ নোটিশ-০৫ শিক্ষা বৃত্তি-২০২৩ এর আবেদন ফর্ম দেখুন ডাউনলোড ১৬ সেপ্টেম্বর, ২০২৩
নোটিশ-০৪ সাধারণ সভার রেজুলেশন, ২০২১ দেখুন ডাউনলোড ১৮ মে, ২০২১
✤ নোটিশ-০৩ ২০২০-২০২১ সাল পর্যন্ত নতুন কমিটি গঠন দেখুন ডাউনলোড ৩০ অক্টোবর, ২০২০
✤ নোটিশ-০২ শিক্ষাবৃত্তি-২০২০ শীর্ষক আলোচনা সভা আহবান দেখুন ডাউনলোড ১০ অক্টোবর, ২০২০
✤ নোটিশ-০১ ২০১৮-২০২০ সাল পর্যন্ত নতুন কমিটি গঠন দেখুন ডাউনলোড ২০ ডিসেম্বর, ২০২০

আমাদের সর্ম্পকে

পাটুরিয়া যুব মিলন সংঘের ইতিহাস

১৯৫২ সালে তৎ‍কালীন ফরিদপুর (বর্তমানে রাজবাড়ী ) জেলার বালিয়াকান্দি থানার এক নিভৃত পল্লী পাটুরিয়ায় জন্ম নেয় এই সংগঠনটি। ১৯৬২ সালে ফরিদপুর জেলার ০২ নং রেজিঃ ভুক্ত ক্লাব হিসাবে আত্নপ্রকাশ করে। এ ক্লাবের উদ্যোগেই ১৯৭০ সালে প্রতিষ্ঠিত হয় পাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।প্রাথমিক শিক্ষায় অত্র এলাকার সবচেয়ে স্বনামধন্য বিদ্যাপীঠ।১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হন এ ক্লাবেরই দুজন সদস্য  শিবু কুমার দাস ও নিরোদ দাস। এর মধ্যে শিবু কুমার দাস ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ৭১ এর মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত ক্লাবের পাঠাগারে জমাছিল প্রায় ৭০০ বই। পাকবাহিনীর ধ্বংসযঙ্গে তার সবই শেষ হয়।পরবর্তীতে খুবই সীমিত পরিসরে চলতে থাকে কার্যক্রম। এরপর রাজবাড়ী জেলা হিসাবে কার্যক্রম শুরু করলে এটি রাজবাড়ি জেলার ০১ নং রেজিঃ ক্লাব হিসাবে স্বীকৃতি পায়। জন্মলগ্ন থেকেই বিভিন্ন ধরণের সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। স্বেচ্ছাসেবক হিসেবে ক্লাবের সদস্যরা সেবামূলক কাজে অংশগ্রহন করে থাকে।দরিদ্র ও মেধাবী ছাত্রদেরকে সহযোগিতা, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন কাজে সক্রিয় এ প্রতিষ্ঠানটি। বর্তমানে ক্লাবটি শুধুমাত্র সমাজ সেবা খাতেই প্রতি বছর প্রায় ৭০ হাজার থেকে ১ লক্ষ টাকা খরচ করে থাকে। ক্লাব কর্তৃক পরিচালিত হচ্ছে ডঃ অতুল পাঠাগার নামে একটি পাঠাগার। বর্তমানে এখানে রবীন্দ্র, নজরুল, শরৎ‍ রচনাবলিসহ বিখ্যাত লেখকদের লেখা প্রায় দুই শতাধিক বই রয়েছে।